
প্রকাশিত: Wed, Jan 18, 2023 4:25 PM আপডেট: Wed, Jul 2, 2025 2:32 AM
এরশাদপুত্র এরিককে উদ্ধারে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
খালিদ আহমেদ: এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিকের হাত থেকে তার ছেলে শাহতা জারাব এরশাদ এরিককে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এরশাদের প্রেসিডেন্ট পার্কে বিদিশা সিদ্দিককে অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করেন।
সংবাদ সম্মেলনে ট্রাস্টের সদস্য ও সাবেক রাষ্ট্রপতি এরশাদের চাচাতো ভাই শামসু জামান মুকুল, ফখরুজ্জামান জাহাঙ্গীর ও অ্যাডভোকেট কাজী রোবায়েত হাসান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রেসিডেন্ট পার্কে বিদিশার প্রবেশের সময় এরিকের বয়স ছিল ১৮ বছর। বর্তমানে তার বয়স ২২ বছর। এরিক শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি মানসিকভাবে পরিপূর্ণ সুস্থ এবং সামর্থ্যবান মানুষ। সে কারণে তিনি নিজেই এখন আর বিদিশা সিদ্দিক গংয়ের নিয়ন্ত্রণে থাকতে রাজি নন। এ ধরনের নানা তথ্য এরই মধ্যে অডিও-ভিডিওতে প্রমাণ পাওয়া গেছে।
নিরাপত্তার স্বার্থে ট্রাস্টের বিধিনিষেধ থাকা সত্ত্বেও গত ২৭ অক্টোবর এরশাদপুত্র এরিককে ওমরাহ পালনের উদ্দেশ্যে জোরপূর্বক বিদেশ ভ্রমণে নেওয়া হয় বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এর আগে বিদিশা ও তার আশীর্বাদপুষ্ট কতিপয় লোকজনের খপ্পর থেকে মুক্তি পেতে আবেদন জানিয়ে এরিকের টেলিফোন আলাপ সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। এরপরই ট্রাস্টের সঙ্গে প্রেসিডেন্ট পার্কের দূরত্ব তৈরি হয়। বিদিশার পক্ষ থেকে গণমাধ্যমে সরবরাহ করা হয় বিভ্রান্তমূলক তথ্য। মিথ্যার আশ্রয় নিয়ে দেওয়া হয় নানা ধরনের সংবাদ বিজ্ঞপ্তি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
